Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অধ্যক্ষের বাণী

অধ্যক্ষের বাণী




দক্ষতা, জ্ঞান এবং উদ্ভাবন যে কোনো দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি  এবং সেইসব দেশ যেখানে উচ্চ স্তরের শিক্ষা ও দক্ষতা রয়েছে, তারা বিশ্ব অর্থনীতিতে আরও কার্যকরীভাবে সামঞ্জস্য করে এবং সুযোগ তৈরি করে। প্রযুক্তিগত সংস্থাগুলি এমন একটি বিশ্বের মুখোমুখি হচ্ছে যা দ্রুত প্রযুক্তি পরিবর্তন করছে। যাতে বিশ্বব্যাপী পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতিষ্ঠানের জনশক্তি ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা প্রয়োজন।

জেলার শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষায় এগিয়ে রয়েছে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ-বিদেশে কয়েকশ দক্ষ সংস্থা কাজ করছে এবং দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করছে।

পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা-পাবনা মহাসড়ক সংলগ্ন পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি আবাসিক এলাকার পূর্বে সরকারি পাবনা কলেজের পূর্বে পদ্মা নদীর ইছামতি নদী শাখার উত্তরে এবং ঢাকা-পাবনা মহাসড়কের দক্ষিনে অবস্থিত। আর মোট জমির পরিমাণ ৬.৩ একর।

প্রতিষ্ঠানটিতে জেএসসি, এসএসসি (ভোক) এবং এইচএসসি (ভোক) স্তরে ৯ টি প্রযুক্তিগত ট্রেড পড়ানো হয়। সেগুলো হল ১.সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি-১, ২.জেনারেল ইলেক্ট্রনিক্স, ৩.আইটি সাপোর্ট, এন্ড আইওটি বেসিকস ৪.জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস, ৫.রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং, ৬.অটোমোবাইল এন্ড অটো-ইলেকট্রিক বেসিকস,৭.ফার্ম মেশিনারী, ৮.মেশিন অপারেশন বেসিকস, ৯.ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন।

এছাড়াও প্রতিষ্ঠানে বিভিন্ন শর্ট কোর্স চালু রয়েছে।

আমরা মানসম্মত, ন্যায়সঙ্গত এবং কার্যকর শিক্ষা কার্যক্রম উন্নত করার চেষ্টা করি।

 

 


ইঞ্জি. মোঃ ছিদ্দিকুর রহমান

অধ্যক্ষ

পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পাবনা।

e-mail: tscpabna@gmail.com

https://ptsc.pabna.gov.bd