ঐতিহ্যবাহী পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের উত্তরবঙ্গের একটি প্রাচীনতম প্রতিষ্ঠাণ।
অত্র অঞ্চলের একজন জমিদার বনমালী রায় ১৮৮৯ সালের ২৪ ডিসেম্বর পাবনা শহরে “ইলিয়ট বনমালী টেকনিক্যফ্ল স্কুল” নামে একটি টেকনিক্যাল স্কুল স্থাপন করেন। তিনি অত্র শিক্ষা প্রতিষ্ঠাণে ২৭ হাজার টাকা প্রদান করেন।
ব্রিটিশ গভর্নর স্যার ইলিয়ট এর আগমনের অনুষ্ঠাণে প্রতিষ্ঠাণটি স্থাপিত হয়েছিল। ১৯১৩ সালে তৎকালীন সরকার প্রতিষ্ঠাণের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন। ১৯২২ সালে ৩৮হাজার টাকা অনুদান স্বাপেক্ষে জেলাবোর্ডকর্তিক প্রতিষ্ঠাণের ব্যাবস্থাপনা গৃহীত হয়।
প্রতিষ্ঠাণটি ১৯২২সালে সরকারীকরণ হয় এবং “পাবনা টেকনিক্যাল স্কুল” হিসেবে নামকরন হয়। ১৯৬১ সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠাণটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করেন। সবাধীনতারপর প্রতিষ্ঠাণটি “ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট, পাবনা” নামে পূনরায় নামকরণ হয়।
নব্বই এর দশকে প্রতিষ্ঠাণটিতে কারিগরী শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা চালু হয়।এসএসসি (ভোক), এইচএসসি (ভোক) কোর্স চালু হয়। ২০০৩ সালে প্রতিষ্ঠাণটি পূনরায় “পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজ” নামে নামকরন করা হয়। ২০১৬ সালে প্রতিষ্ঠাণটিতে ডিপ্লোমা ইন ইঞ্জিয়ারিং কোর্স চালু হয় এবং ২০২১ সালে সরকারী নির্দেশনার আলোকে সকল পর্বের ডিপ্লোমা -ইন-ইঞ্জিনিয়ারিং এর ছাত্র/ছাত্রীদের পলিটেকনিক ইন্সটিটিউট সমূহে স্থানান্তর করা হয়। বর্তমানে প্রতিষ্ঠাণটিতে প্রায় ২০০০ ছাত্র/ছাত্রী অধ্যয়নরত আছে।
অত্রপ্রতিষ্ঠাণটিতে ৪৫ জন অত্যন্ত দক্ষ ও উচ্চতর যোগ্যতা সম্পন্ন শিক্ষক (M.s.c Engineer, B.sc Engineer, Diploma Engineer, Diploma in voc MSC, MA, Bsc, BAetc.) শিক্ষকতায় নিয়োজিত আছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস